পথের কবি


পথের কবি, পথে পথে ঘুরে বেড়ানো এক সাধারণ মানুষ। পথে ঘুরে তিনি পথের গান লিখেন। নিজেকে মহান করে প্রকাশ করার মত কিছু নেই বলেই নিজেকে অধম হিসেবে আখ্যায়িত করেন। তিনি নিজেকে অত্যন্ত ক্ষুদ্র একটা জীব বলে মনে করেন যার তুলনা সামান্য ধূলিকণার সাথেও হয় না। তার প্রকৃত নাম “ইব্রাহীম সাগর চৌধুরী”। তার পিতার নাম মোঃ জাকির হোসেন এবং মাতার নাম শিল্পী আক্তার। তিনি ১৯৯৮ সালের ২২ শে এপ্রিল পুরান ঢাকায় জন্মগ্রহন করেন। কিশোর বয়সের শুরু থেকেই সাহিত্যের প্রতি তার ভাব আর আবেগ জন্মায়। সাহিত্য চর্চার জন্য প্রতিষ্ঠা করেছেন ‘জয়গান সাহিত্য পরিষদ’। তার প্রথম ও একক কাব্যগ্রন্থের নাম ‘অন্তিম’। তার সম্পাদনায় একটি কাব্যগ্রন্থ ‘জয়গান’ ও ছড়াগ্রন্থ ‘কেমন ছড়াকার?’ প্রকাশিত হয়। তার সামান্য সাহিত্য কর্মের সম্মানে পেয়েছেন ‘প্রহেলিকা প্রকাশন লেখক সম্মাননা’, ‘কপোতাক্ষ সাহিত্য পদক’, ‘ডাক বাংলা সাহিত্য একাডেমী বর্ষ সেরা কবি পুরস্কার’ ও ‘প্রতিভার খোঁজে সেরা কবি পুরস্কার’।