প্রকাশিত হলো পথের কবি’র থ্রিলার “১৩ নম্বর ঠাকুর বাড়ি”


 বইটি সম্পর্কে ঃ

পঁচিশ-ছাব্বিশ বছরের সুদর্শন যুবক শিবলু চৌধুরী ওরফে শিবু। একজন প্রফেশনাল গোয়েন্দা হবার বেশ ইচ্ছে তার। শিবুর সাথে থেকে গোয়েন্দাগিরিতে তার চাচাতো ভাই নাগরও বেশ আগ্রহ প্রকাশ করে। নাগর মূলত সতেরো আঠারো বছরের কিশোর। তাই সে তার ভাইয়ের ব্যক্তিত্বকে খুব পছন্দ করে। তাদের দুইজনের সাথে যে কোন কাজেই সঙ্গী হিসেবে থাকেন সুলতানা, যে শিবুকে নিঃস্বার্থ ভালবাসে। রহস্য প্রিয় এই দুই ভাই এবং তাদের সাথে সুলতানা নিজেদের গোয়েন্দাগিরির প্রমাণ করতেই খুঁজে বেড়ান রহস্য। তারই ধারাবাহিকতায় তারা খোঁজ পায় ১৩ নম্বর ঠাকুর বাড়ি’র। এই রহস্যের উন্মোচন করেই তারা আবারও নতুন কোন অভিযানে বেড়িয়ে পড়বে। খুঁজে পাবে আরও অনেক রহস্য।

বইটি ইবুক আকারে প্রকাশ করা হয়েছে বইটই অ্যাপের মাধ্যমে। বইটি নিচের দেওয়া লিংক থেকে পড়তে পারেন।
বইয়ের লিংক- 
https://link.boitoi.com.bd/QrKt


বইয়ের নামঃ ১৩ নম্বর ঠাকুর বাড়ি
লেখকের নামঃ পথের কবি
বিষয়ঃ গোয়েন্দা উপন্যাস
প্রকাশনাঃ বইটই
প্রকাশ কালঃ ২০২৩

Book Name: 13 Number Thakur Bari
Author's Name: Pother Kobi
Genre: Thriller Novel
Publisher: BoiToi
Publish Year: 2023

Post a Comment

1 Comments

  1. আলহামদুলিল্লাহ। থ্রিলার গল্প পড়তে অনেক ভালো লাগে আমার। বইটা এখানো পড়া হয়নি। কিন্তু অবশ্যই বইটা পড়বো ইনশাআল্লাহ।

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)