পুরান ঢাকা (কবিতা)


 
পুরান ঢাকা
-ইব্রাহীম সাগর-


ইটে কাঠে কোলাকোলি
মুখে মুখে গালাগালি।
রাস্তায় নেই ফাকা
বরষায় জলে ঢাকা
চিপা চিপা ওলি গলি
ফুটানি ফুটানি বুলি
সকালে বাকরখানি
কাচ্চি আর বিরিয়ানী
শুকনো কাঠের সিড়ি
কাকাবাবু টানে বিড়ি।
লুঙ্গি হাটুতে উঠে
নবাব যায় হাটে মাঠে।
পানে চুনে ভরা মুখ
হিন্দী গানের সুখ।
একটা চুমুক চায়ে
গ্যাঞ্জাম ডানে বায়ে
বুড়িগঙ্গার পানি
ছোট্ট নৌকাখানি।
ছেড়ে যায় বহুদূরে।
পুরনো প্রাসাদ জুড়ে,
দেয়ালে লেখা যত,
প্রেমিকের সুখ ক্ষত।

Post a Comment

0 Comments