প্রিয় অনিলাকে লিখছি - (উপন্যাসের অংশ)

 


 (অনিলাকে লেখা শুভ্রের সেই চিঠি যা অনিলাকে দেওয়ার আগেই মুচড়ে ফেলে দিয়েছিল।)

প্রিয় অনিলা,

জানিনা কতবার তোমাকে কতটা কাছ থেকে দেখেছি। তবে আমার মনে হয় তার চেয়ে অনেক গভীরভাবে তোমার মনকে চিনেছি। আমি জানিনা তোমার মনে আমার কোন কথা দাগ কাটে কি না। তবে তোমার দুঃখ কষ্ট গুলো আমার মনে অনেক বেশি আঁচড় কাটে। মন চায় সে দুঃখ কষ্ট গুলো তোমার থেকে ভাগ করে নেই। আমি চাই তোমার মনের প্রতিবেশি হতে। তাই তোমার থেকে তোমার মনের মাঝে থাকার জন্য একটু জায়গা চাই।

তুমি সমুদ্রের বিশালতার এক উদাহরণ,
তুমি সন্ধ্যার আকাশে ঈষাণের কোণ
তুমি হলুদ বিকেলের কৃষ্ণচূড়া,
তুমি রাত্রির আধারে শুকতারা।
তুমি হিমালয়ের ছোট্ট তুষারকনা,
তুমি আমার মনের নীলাঞ্জনা।
তুমি নীল, লাল রঙে মিশে থাকা প্রান,
তুমি গোলাপ বেলি রজনীগন্ধ্যার ঘ্রান,

তোমাকে ভাষায় আমি প্রকাশ করবো না। আমার মন তোমার মনের কবি।

আমি তোমায় এমন ভাবে ভালবাসতে চাই যেন,
এক কাপ চায়ের মাঝে চুমুক দিয়েও বলতে পারি কতটা ভালবাসি।

-শুভ্র

Post a Comment

0 Comments